ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপের দল দিলো ভারত

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:৪৯ অপরাহ্ন

mzamin

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। আগামী ২রা জুন থেকে শুরু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে এই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বেই সেখানে খেলবে ভারত। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কোয়ারের একটি ছবি পোস্ট করেছে বিসিসিআই। সেই ছবির সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিকসের মাধ্যমে স্কোয়াডের নাম ঘোষণা করে ভারত। যেখানে নেই লোকেশ রাহুলের নাম। আছে ঋষভ পন্থ, শিবম দুবে ও সঞ্জু স্যামসন। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার। আছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারও।

বিজ্ঞাপন
১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন রয়েছে ঋষভ পন্থের।

এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সব থেকে বেশি রান এসেছে তার ব্যাট থেকেই। কোহলিকে দলে চেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। তবে বিশ্বকাপে ওপেনার হিসেবে বিরাটকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয়। কারণ দলে রোহিত এবং যশস্বী রয়েছেন। তারাও ওপেনার। ফলে ভারত চাইলে বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি তৈরি করতেই পারে। সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন কোহলি। ভারতীয় দলে আছেন টি-টোয়েন্টি এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা হয়েছে পন্থের। আছেন সঞ্জু স্যামসনও। জায়গা হয়নি লোকেশ রাহুলের। হার্দিক পান্ডিয়ার ওপর ভরসা রেখেছে ভারতের নির্বাচকরা। তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে আছেন আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা শিবম দুবেও। সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটারও দলে আছেন। আইপিএলে ভালো খেলা যুজুবেন্দ্র চাহালকে ১৫ জনের দলের রেখেছেন নির্বাচকেরা। সেই সঙ্গে অক্ষর প্যাটেলও। পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন যশপ্রীত বুমরা, আরশদীপ সিং ও মোহাম্মদ সিরাজ। আইপিএলে সিরাজ ফর্মে নেই। কিন্তু তাকে দলে রেখেছে বোর্ড।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা,  মোহম্মদ সিরাজ।
রিজার্ভ দল: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status