খেলা
লীগে দুই ড্র’য়ের দিনে আবাহনীর গোল উৎসব
স্পোর্টস রিপোর্টার
১৮ মে ২০২৪, শনিবার
গত শনিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে রানার্সআপ হওয়ার লড়াইটা এখনো বাকি। আগে সেই লড়াইয়ে এককভাবে এগিয়ে ছিল গত আসরের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি মৌসুমেও ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে দলটি। তবে কাল তাদের পয়েন্ট খোয়ানোর দিনে লীগ রানার্সআপ হওয়ার দৌড়ে যোগ দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনী তলানির দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিতেছে ৭-১ গোলে। আর ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাদা-কালোরা ৩-৩ গোলে ড্র করে রহমতগঞ্জের সঙ্গে। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে ব্রাদার্সকে ৭-১ গোলে হারায় ঢাকা আবাহনী। দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন বান্দ্রাও দুটি ও মিরাজ হোসেন এক গোল করেন। রাজধানীর গোপীবাগের দলটির হয়ে এক গোল শোধ দেন উজবেক ডিফেন্ডার নদীর মাভলনভ। এই হারে ১৬ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তলানিতেই পরে রইলো ব্রাদার্স। আগের ম্যাচে পুলিশের কাছে পয়েন্ট খোয়ানো আবাহনীর ১৬ ম্যাচে সংগ্রহ ২৯ পয়েন্ট। রহমতগঞ্জের সঙ্গে শেষ মুহুর্তে হার এড়ানো মোহামেডানের সংগ্রহও ২৯ পয়েন্ট। তবে গোলের হিসেবে পয়েন্ট টেবিলে মোহামেডান রয়েছে দুই নম্বরে, আবাহনী তিনে।
এদিন ময়মনসিংহে ম্যাচ শুরুর ৫ মিনিটে মোহামেডানকে লিড এনেদেন জাফর ইকবাল। ম্যাচের ২১ মিনিটে সাদা-কালোদের ব্যবধান দ্বিগুণ করেন মালির সুলেমান দিয়াবাতে। ইমানুয়েল সানডের অ্যাসিস্টে তিনি লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৩৪ মিনিটে বোয়েটাংয়ের গোলে ব্যবধান ২-১ করে রহমতগঞ্জ। ৪২ মিনিটে কনি গোল করে ম্যাচে ২-২এ সতায় ফেরান। ম্যাচের ৬৫ মিনিটে বোয়েটাংয়ের পাসে কনি আবারো লক্ষ্যভেদ করলে ৩-২ এ এগিয়ে যায় রহমতগঞ্জ। যোগ করা সময়ের একদম শেষ দিকে এসে দিয়াবাতে গোল করে দলের হার এড়ায় মোহামেডান। ১৪তম গোল নিয়ে গোল গোলদাতাদের তালিকায় শীর্ষে এখন দিয়াবাতে। ১৩ গোল নিয়ে তালিকায় দুই নম্বরে বসুন্ধরা কিংসের ব্রাজেলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেজ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।
অন্যদিকে কিংস অ্যারেনাতে নাইজেরিয়ান ফরোয়ার্ড পল সেনের গোলে ১১ মিনিটে লিড নেয় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৭৩ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার গানিও আতন্দার গোলে ম্যাচে সমতা আনে রাসেল ক্রীড়া চক্র (১-১)। এ ড্রয়ে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল।