ভারত
রয়েছে প্রাণনাশের হুমকি! জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হলো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে
মানবজমিন ডিজিটাল
(৯ মাস আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন
সামনেই লোকসভা ভোট। আর তার আগে আন্তর্জাতিক স্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি এলো। ভারতের জাতীয় নির্বাচন কমিশনারের উপর হামলা হতে পারে বলে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে। আর তাই এবার থেকে কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সূত্রে জানা গেছে, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন। সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন রাজীব কুমার।
তদন্তকারী সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, নাকি এই সময়ে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে রাজীব কুমারের ওপর। তাই দেশজুড়ে যেখানেই যাবেন, সেখানেই তার সঙ্গে থাকবেন ৪০-৪৫ জনের সিআরপিএফের বিশেষ দল। যেহেতু প্রাণনাশের হুমকি রয়েছে, তাই তার নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কেন্দ্র। ১২ জন কমান্ডো তিনটি শিফটে পালা করে রাজীবের দায়িত্বে থাকবেন। অতিরিক্ত ২ জন থাকবেন নজরদারির দায়িত্বে।
এদিকে তিনজন গাড়ি চালক, যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের আলাদা করে তৈরি রাখা হবে বলেও জানা যাচ্ছে। ১৯৮৪ সালের আইএএস ব্যাচের অফিসার রাজীব কুমার। তবে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেছেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশনার হন। তার প্রায় দু-বছরের মাথায় দেশে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেন রাজীব কুমার।
সূত্র : ইন্ডিয়া টুডে