খেলা
জিতলো অস্ট্রেলিয়া শীর্ষে উঠলো ভারত
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবারআইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পেলো অস্ট্রেলিয়া আর পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছলো ভারত। গতকাল ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭২ রানে হারায় অজিরা। আর এতেই প্রথম দুই চক্রের রানার্সআপ ভারত নিউজিল্যান্ডকে টপকে উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। নিজেদের মাটিতে সিরিজে ১-০তে পিছিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর অবস্থান পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। কারণ, ৯ দলের এই প্রতিযোগিতায় সবাই সমান ম্যাচ খেলার সুযোগ পায় না। যে দল বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, সেই দলেরই বেশি জয়ের সম্ভাবনা থাকে। আর বেশি ম্যাচ জিতলে স্বাভাবিকভাবে পয়েন্টও বাড়বে। বিপরীতে যে দল কম ম্যাচ খেলার সুযোগ পায়, সেই দল সব ম্যাচ জিতলেও বেশি ম্যাচ খেলা দলের পয়েন্ট টপকানোর সম্ভাবনা কম থাকে। তাই দলগুলোর অবস্থান নির্ধারিত হয় পয়েন্টের শতকরা হার দিয়ে। এই হিসাবেই নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে ভারত। তালিকার তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া ও চতুর্থ স্থানে রয়েছে ভারত। যদিও চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্রই দুই ম্যাচ খেলেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, একেকটি দল প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট করে পায়। হারলে কোনো পয়েন্ট যোগ হয় না। আর মন্থর ওভার রেটের শাস্তি হিসেবে পয়েন্ট কেটে নেওয়া হয়। সেই হিসাবে নিউজিল্যান্ড গতকাল হেরে যাওয়ায় তাদের পয়েন্টের শতকরা হার কমে ৬০.০০ হয়েছে। ঘরের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নেওয়া ভারতের শতকরা পয়েন্ট আগের সেই ৬৪.৫৮-ই আছে। অস্ট্রেলিয়ার শতকরা পয়েন্ট বেড়ে হয়েছে ৫৯.০৯। শতকরা ৫০.০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে চার নম্বরে।
টাইগারদের সামনে পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ। আগামী ২২শে মার্চ সিলেটে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে, হেরেছে ২টি, ড্র করেছে ১টি। রোহিত শর্মার দল ৫ জয়ে পেয়েছে ৬০ পয়েন্ট, ১ ড্রয়ে ৪ পয়েন্ট। মোট অর্জন ৬৪ পয়েন্ট। কিন্তু গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মন্থর ওভার রেটের কারণে তাদের ২ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। তাই সামগ্রিকভাবে ভারতের পয়েন্ট ৬২। দলটি ৮ ম্যাচের সব কটি জিতলে পয়েন্ট হতো ৯৬। অর্থাৎ, ৯৬ এখানে পরীক্ষার পূর্ণমানের মতো। সম্ভাব্য ৯৬ পয়েন্টের মধ্যে রোহিত- কোহলিরা পেয়েছেন ৬২ পয়েন্ট। এটারই শতকরা হার ৬৪.৫৮।
একইভাবে গতকাল ওয়েলিংটন টেস্ট শেষে নিউজিল্যান্ড ৫ ম্যাচে ৩ জয়ে ৩৬ পয়েন্টেই আটকে আছে। কিউইরা ৫ ম্যাচের সব কটি জিতলে ৬০ পয়েন্ট হতো। সম্ভাব্য ৬০ পয়েন্টের মধ্যে অর্জিত ৩৬ পয়েন্টের শতকরা হার ৬০.০০ হওয়ায় টিম সাউদির দল ভারতের পেছনে পড়ে গেছে। এই ম্যাচের আগে ৪ টেস্টের ৩টি জেতায় তাদের শতকরা পয়েন্ট ছিল ৭৫। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে মন্থর ওভার রেটের কারণে এখন পর্যন্ত ৪ দলের পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সবচেয়ে বড় ভুক্তভোগী ইংল্যান্ড। বাজবল দিয়ে টেস্ট ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনা দলটি গত বছর অ্যাশেজ সিরিজের ৫ ম্যাচের ৪টিতেই নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে। শাস্তিস্বরূপ ইংলিশদের ১৯ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। তাই বেন স্টোকসের দল পড়ে আছে পয়েন্ট তালিকার আট নম্বরে। ২ ম্যাচের দুটিতেই হেরে এখনো কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কা আছে তলানিতে।
প্রথম দুই চক্রের মতো এবারের ফাইনালও হবে ইংল্যান্ডে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২০২৫ সালের জুনে লর্ডসে টেস্টের রাজদণ্ড পেতে লড়বে।