ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মোহনগঞ্জ কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার
mzamin

নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিক্ষোভকারীরা কলেজের নানা অনিয়ম, অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে জানান, কলেজের কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি বছর ধরে তালাবন্ধ আছে। কম্পিউটার শিক্ষকরা বাসায় নিয়ে গেছেন। কলেজের সরকারি বরাদ্দের সিংহভাগ কোনো কাজ না করেই আত্মসাৎ করেন অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী। রোববার সকাল ৯টা থেকে কলেজ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা। চলে দুপুর দুইটা পর্যন্ত। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আহ্বায়ক মো. শিহাব খানের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সদস্যরা।তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দ্বাদশ শ্রেণির রোববারের নির্বাচনী পরীক্ষা বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা ব্যাহত হয়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার রায়। পরে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ১০ দিনের সময় দিয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে। আগামী দশদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে তারা আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। শিক্ষার্থীরা জানান, কলেজের কম্পিউটার ল্যাবটি সারা বছর তালাবদ্ধ থাকে। শিক্ষার্থীরা ল্যাব ব্যবহার করতে পারেন না। কলেজে লাইব্রেরি থাকলেও সেটিও তালা লাগানো বছর ধরে। সাইন্স ল্যাবরেটরিতে কোনো উপকরণ নেই। এটির অবস্থাও একই রকম। এছাড়া অধ্যক্ষ নিজেও নিয়মিত কলেজে আসেন না, ভালো-মন্দ খোঁজ-খবর রাখেন না। শিক্ষার্থীরা আরও জানান, জাতীয় কোনো প্রোগ্রামে বা আলোচনা সভায় অধ্যক্ষ উপস্থিত থাকেন না। অন্য শিক্ষকরা মিলে যতটুকু পালন করেন তাতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান না। বহিরাগতরা কলেজ চত্বরে এসে মাদক সেবন করে শিক্ষার পরিবশে নষ্ট করছে। কিন্তু এসব বিষয়ে পদক্ষেপ নিতে অধ্যক্ষের কোনো উদ্যোগ নেই। বরাদ্দের টাকা লুটপাটের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব ও লাইব্রেরি দ্রুত চালু করাসহ  শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানায় তারা। মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সঙ্গে মোবাইলে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি মোবাইল রিসিভ করেননি। তবে কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ প্রভাষক বিজয় কুমার রায় বলেন, শিক্ষার্থীদের অনেক দাবিই যৌক্তিক। আমরা শিক্ষকরাও এতে একমত পোষণ করি। অধ্যক্ষ স্যার ছুটি থেকে এলে আমরা তার সঙ্গে আলোচনা করে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status