ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

রাজবাড়ীতে উপাধ্যক্ষের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, বুধবার

রাজবাড়ী সরকারি কলেজের সদ্য পদায়নকৃত উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানের পদায়ন বাতিল চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা । সোমবার (৭ই জুলাই) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী রাজীব মোল্লাসহ, তুষার, রাসেল, আলতাফ প্রমুখ বক্তব্য রাখেন ও মানববন্ধনে স্লোগান দিতে থাকেন- ‘আওয়ামী লীগের আস্তানা এই বঙ্গে হবে না’, ‘মুজিববাদের আস্তানা এই বঙ্গে হবে না’। ‘আওয়ামী দোসর হাবিবুর রহমানের পদায়ন বাতিল চাই বাতিল চাই’। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের প্রত্যক্ষ দোসর মো. হাবিবুর রহমান ০৪/০৫/২০১০ থেকে ২৪/০৭/২৪ইং পর্যন্ত দীর্ঘ ১৪ বছর এ কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তিনি বিভিন্ন জাতীয় দিবসের সভা-সেমিনারে  বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানান খারাপ মন্তব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ করেন তারা। এমনকি তার ফেসবুক প্রোফাইলে এখনো শেখ মুজিবকে নিয়ে নানান গুণবাচক লেখা রয়েছে। কর্মরত থাকাকালীন তিনি বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাসের ছাত্রলীগ নেত্রীদের নিয়ম বহির্ভূতভাবে সিট বরাদ্দ দিতেন। জেলা আওয়ামী লীগসহ  ছাত্রলীগের নেতাদের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। গত ২রা জুলাই প্রফেসর মো. হাবিবুর রহমানকে পুনরায় উপাধ্যক্ষ পদে পদায়ন করায় রাজবাড়ী সরকারি কলেজে পদায়নের  খবরে উৎসাহী ছাত্রলীগ নেতারা ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়েছে। আমরা আওয়ামী লীগের দোসর প্রফেসর মো. হাবিবুর রহমানকে রাজবাড়ী সরকারি কলেজের মতো একটি পবিত্র বিদ্যাপীঠে দেখতে চাই না। অবিলম্বে তার পদায়ন বাতিলের দাবি জানাই। মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীরা রাজবাড়ী জেলা প্রশাসক ও কলেজ অধ্যক্ষের মাধ্যমে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।  উল্লেখ্য, গত  ২রা জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুবুর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ই জুলাইয়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১৪ই জুলাই অপরাহ্নে তাকে অবমুক্ত মর্মে গণ্য করা হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status