বাংলারজমিন
চট্টগ্রামে ফের নালায় পড়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরের হালিশহরে নালায় পড়ে হুমায়রা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম।
তিনি জানান, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা একটি নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল। এজন্য নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। তিনি বলেন, শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করলেও পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৬ বছরে চট্টগ্রাম নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন। সর্বশেষ ১৮ এপ্রিল রাত ৮টার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে যায় সে শিশু সেহরিশ। পরেরদিন সকাল ১০টার দিকে নিখোঁজের ১৪ ঘণ্টা পর নগরের চাক্তাই খাল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।