বাংলারজমিন
পদযাত্রা বাস্তবায়নে খুলনায় এনসিপির দুই গ্রুপের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারদেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১১ জুলাই শুক্রবার খুলনায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এদিন বিকাল ৫টায় নগরীর শিবাড়ী মোড় এবং সন্ধ্যা ৭টায় পিপলস গোল চত্বরে পথসভা করবেন কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রার এ কর্মসূচি সফল করার লক্ষ্যে এনসিপি খুলনার দুই গ্রুপ খুলনা প্রেসক্লাবে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করেছে। বুধবার বেলা ১২টায় এনসিপির খুলনা জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়- শুক্রবার কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। কেন্দ্রীয় নেতারা উল্লেখিত দুটি পথসভা ছাড়াও শহীদদের কবর জিয়ারত, ৫জন শহীদ পরিবার ও আহতদের সাথে কথা বলবেন। কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং, প্যানা ফেষ্টুন দিয়ে প্রচারণা চালানো হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পথ সভায় ২০-৩০ হাজার লোক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি খুলনার আহবায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এময়ে যুব শক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠান নিয়ে দুটি সংবাদ সম্মেলন কেন- প্রশ্ন করা হলে মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, তাদের কমিটিই কেন্দ্র থেকে অনুমোদিত। সে কারণে তারাই এই কর্মসূচির আয়োজক।
এদিকে বুধবার বেলা ১টায় এনসিপির অপর একটি গ্রুপ একই কর্মসূচি বাস্তবায়নে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এসময়ে ছাত্র নেতা আহম্মদ হামীম রাহাত বলেন, যেহেতু মহানগর কমিটি ঘোষিত হয়নি সেহেতু সংগঠক হিসেবে জুলাই কর্মসূচি সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা তুলে ধরার জন্যই এখানে আসা। তিনি বলেন, মহানগরীতে ৮ থানার মধ্যে ৭টিতে আমরা কমিটি করেছিলাম। এসব প্যানেল কমিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে। জেলা কমিটির সাথে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু আমরা যে কাজ করছি তা জানান দিতেই আজকের সংবাদ সম্মেলন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন শুক্রবারের কর্মসূচিতে ১৫-২০ হাজার লোক সমাগম ঘটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মসূচি সফল করতে বাজেট কতো- এমন প্রশ্নের জবাবে আহম্মদ হামীম রাহাত বলেন, কর্মসূচিতে কোন বাজেট নেই। আমরা পায়ে হেটে সমাবেশস্থলে যাব।