ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের শাটডাউন কর্মসূচি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

গাজীপুরের শ্রীপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিষ্টার সোহেল রানার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি পালন করছেন দলিল লিখকরা। গত( ৮ জুলাই) দুপুরে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ এক জরুরী সভার আয়োজন করেন।এই সভায় প্রবীণ দলিল লেখক এবং নবীন দলিল লেখকগণের সকলের মতামতের ভিত্তিতে শাটডাউন কর্মসূচি পালনের অভিমত ব্যক্ত করেন। 
বুধবার (৯ জুলাই) সরেজমিনে দেখাযায় সাব রজিস্ট্রি অফিসের সকল দলিল লিখকগণ তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। এসময় কথা হয় দলিল লিখক জাকারিয়া মড়লের সাথে।তিনি বলেন , সাব-রেজিস্টার সোহেল রানা শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পর হতে দলিল লেখকগণের নিকট হতে ঘুষ হিসেবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। এ ব্যাপারে ইতোপূর্বে কলম বিরতি করা হয়। পরে কলম বিরতির পেক্ষিতে সাব-রেজিস্ট্রার সমঝোতা করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে কলম বিরতি তুলে নিয়ে কাজকর্ম শুরু করেন। বর্তমানে সাব-রেজিস্ট্রার পূর্বের চেয়েও অধিক পরিমানে দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ আদায়ে বেপোরোয়া হয়ে উঠেছেন। আমরা সকল দলিল লেখকগণ এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। 
মুন্সীগঞ্জে কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের লাশ উদ্ধার 
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের জেলা স্টেডিয়ামের গ্যালারির নীচে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দুটার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া ওই কিশোরের নাম মো. ইয়াসিন হাওলাদার (১৭)। সে শহরের মাঠপাড়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে স্থান থেকে ইয়াসিনের লাশ পাওয়া গেছে সেখানে মাদক সেবীরা নিয়মিত মাদক সেবন করেন। বুধবার বেলা ১২টার দিকে কয়েকজন ছেলে মাদক সেবনের জন্য শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচে অবস্থিত ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষে যায়।সেখানে ইয়াসিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। স্থানীয়রা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এম সাইফুল আলম বলেন, লাশের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ছেলেটি বুধবার সকালে বাড়ি থেকে বেড় হয়েছিল। সে মাদকাসক্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত মাদক সেবনের কারণে ওই কিশোরের মৃত্যু হতে পারে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status