বাংলারজমিন
লালমোহন পৌরসভার অংশীজনদের সঙ্গে মতবিনিময়
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারভোলার লালমোহন পৌরসভার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন লোকাল গর্ভানমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) মাধ্যমে লোকাল উদ্যতি পরিকল্পনা (এলপিপি) প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, লালমোহন প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মো. জহিরুল হক, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমানসহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওয়ার্ডের অংশীজনরা উপস্থিত ছিলেন।