বাংলারজমিন
সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারপাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন গুলিবদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। জানা যায়, বিএনপি নেতা শাহজাহান শেখ গ্রুপের সঙ্গে সুজানগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রউফ শেখের মাঝে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। গতকাল সকালে সেটা সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টার দিকে সুজানগর পৌর বাজারে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ ৬ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- তাঁতীবন্দ গ্রামের জাবেদ শেখের ছেলে শেখ আব্দুর রউফ (৪৫), ভবানীপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইয়াকুব (৩৩), কাছিপাড়া গ্রামের আজহার আলীর ছেলে তুষার (৪০), সুজানগরের সিদ্দিকের ছেলে সুজন (৪৫), আব্দুল হামিদের ছেলে আসলাম (৪৫), তাঁতীবন্দের মনজেল (৪৫)। এদের মধ্যে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মুজিবর রহমান বলেন, বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। তবে এটা কোনো রাজনৈতিক বিষয় না ব্যক্তিগত শত্রুতা থেকে সংঘর্ষ। এ ঘটনায় ৬ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে। এ বিষয়ে কোনো পক্ষ এখন পর্যন্ত মামলা করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।