বাংলারজমিন
রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন হত্যাকান্ডের ঘটনায় পলাতক আসামী রাসেল ফকির (২৫) ‘কে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফকির উপজেলার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, চলতি বছরেরর গত ১০ জুন মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী-সমর্থকরাও ছিলেন। ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু ও তার সমর্থকেরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবু ও সমর্থকরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে র্যাব ১১ এর একটি দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা অভিযান পরিচালনা করে ব্যবসায়ী মামুন হত্যা মামলার ৩ নম্বর আসামী রাসেল ফকির গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।