বাংলারজমিন
ধর্মপাশায় বিএনপি নেতা কামরুলের জনসভায় জনতার ঢল
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা) উপজেলায় বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের জনসভায় জনতার ঢল নেমেছে। বুধবার দুপুরে গরুহাট্টার মাঠে অনুষ্ঠিত জনসভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হন দু’সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক। দীর্ঘক্ষণ বৃষ্টি উপেক্ষা করে শুনেছেন বক্তব্য। সভাস্থল ছাড়িয়ে লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কজুড়ে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ও বারান্দায়।
জনসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক এস এম রহমত, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টু, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, মজিবুর রহমান মজুমদার, ইকবাল হোসেন মন্টু, কায়সার চৌধুরী ও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।