বাংলারজমিন
আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে দক্ষিণাঞ্চলে এনসিপি’র কার্যক্রম শুরু
কুষ্টিয়া প্রতিনিধি
৯ জুলাই ২০২৫, বুধবারবাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের কর্মীদের নির্যাতনে নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারতের মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলে তাদের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ই জুলাই) দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামে পৌঁছে তারা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। এরপর তারা আবরারের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এনসিপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে পাবনা থেকে দলটি কুষ্টিয়ায় আসে। আজ দুপুরে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা রায়ডাঙ্গায় আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ। পরে তারা আবরার ফাহাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। কবর জিয়ারতের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে তার হলে সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করেছিল সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ। তার অপরাধ ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা এবং তিনি দেশের পক্ষে কথা বলেছিলেন। ভারত বাংলাদেশের সঙ্গে ফেনী নদীর পানি নিয়ে চুক্তি করেছিল, সেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছিল। সে সময় আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম।’ আবরার ফাহাদের মৃত্যু ও মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন, সে আন্দোলন বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দিল্লি না ঢাকা’ এ স্লোগান উঠে এসেছিল সেই আন্দোলন থেকে। আবরার ফাহাদ যে ভারতীয় আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গিয়েছিলেন, সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আবরার থেকে আবু সাইদ-সব শহীদকে শ্রদ্ধা করি। এ সময় এনসিপি’র অঙ্গ সংগঠন ও কেন্দ্রীয় নেতা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।