খেলা
হুইপের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৪, বুধবার, ১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটের কারণে বোলিং করতে পারছেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি। তবু খেলে যাওয়ায় শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নিজে থেকেই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ হয়েছেন তিনি। সেই দায়িত্ব নিতেই এই সিদ্ধান্ত সিলেট অধিনায়কের।
আজ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স।বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পান মাশরাফি। মোহাম্মদ মিঠুন সিলেটকে চলতি আসরের বাকি সময় নেতৃত্ব দিবেন।
পাঠকের মতামত
সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতার খেলায় মাশরাফি পরাজিত। ৭ তারিখে মাশরাফি জিতেছেন ভোটার বিহীন ডামি নির্বাচনে। এখন প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে নিরবে প্রস্থান নিয়ে যে নুতন দায়িত্ব নিবে সেটা তাকে সম্মানিত করবেনা বরং সে জনগণের কাছে অসম্মানিত হবে।