ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ডাইনোসরদের সময়কার জঙ্গলের খোঁজ মিললো যুক্তরাষ্ট্রে

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার, ২:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

mzamin

৩৮৫ মিলিয়ন বছর পুরনো বন, বিশ্বের প্রাচীনতম। খোঁজ মিললো মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে।আমেরিকার নিউইয়র্কের কায়রোর কাছে একটি নির্জন খনি এলাকায় জীবাশ্ম হয়ে যাওয়া এই জঙ্গলের খোঁজ মিলেছে, যেখানে পাথরের মধ্যে পাওয়া জীবাশ্মে প্রোথিত হয়ে রয়েছে অজস্র সুপ্রাচীন গাছের শিকড়। এই আবিষ্কারটি পৃথিবীর টাইমলাইনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে নির্দেশ করে। গাছগুলি যখন এই শিকড়গুলিকে বিকশিত করেছিল, তারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড  নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গ্রহের জলবায়ুতে একটি উল্লেখযোগ্য রূপান্তর ঘটিয়ে শেষ পর্যন্ত আমরা যে বায়ুমণ্ডলটি অনুভব করছি তা গঠন করে।

বিবিসি জানিয়েছে যে দলটি ইতিমধ্যেই প্রাচীন বনের অস্তিত্ব জানত, তবে এই প্রথমবারের মতো সেখানে গাছপালা এবং গাছের জন্মের বয়স খুঁজে বের করার জন্য এটি সঠিকভাবে তদন্ত করা হয়েছিল। প্রাচীন অরণ্য প্রথম দিকের গাছপালাগুলির চিহ্ন প্রদর্শন করেছিল, যার মধ্যে কিছু ডাইনোসরদের সময় বিদ্যমান ছিল বলে বিশ্বাস করা হয়।

যুক্তরাষ্ট্রের বিংহামটন ইউনিভার্সিটি এবং ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনুমান করেছেন যে, একসময় বনটি প্রায় ৪০০ কিলোমিটারের একটি বিস্তৃত এলাকা জুড়ে ছিল, যা প্রায় ২৫০ মাইলের সমান। এলাকার মধ্যে বিভিন্ন গাছপালা এবং গাছের জীবাশ্ম পরীক্ষার মাধ্যমে, গবেষকরা এটিকে পৃথিবীর প্রাচীনতম পরিচিত বন হিসাবে উন্মোচন করেছেন। 

উল্লেখযোগ্য প্রাচীন বনের মধ্যে রয়েছে আমাজন রেইনফরেস্ট এবং জাপানের ইয়াকুশিমা বন। তাদের আবিষ্কারের সাথে প্যালিওবোটানি অধ্যয়ন জড়িত। প্যালিও মানে পুরনো বা প্রাচীন এবং উদ্ভিদবিদ্যা হল উদ্ভিদের অধ্যয়ন - সুতরাং এর অর্থ প্রাচীন গাছপালা অধ্যয়ন করা। সমসাময়িক বৃক্ষের সংখ্যাগরিষ্ঠের বিপরীতে এই বনে বিদ্যমান প্রাচীন গাছগুলি নতুন গাছে বিকশিত হওয়া বীজের মুক্তির মাধ্যমে বংশবিস্তার করেনি। তবে এই প্রাগৈতিহাসিক অরণ্যের বেশিরভাগ গাছই সেভাবে বংশবিস্তার করেনি। ফলে সংখ্যা কমতে কমতে একটা সময় নিশ্চিহ্ন হয়ে যায় আস্ত জঙ্গলটাই।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status