ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আদালতকে মেঘনা আলম

শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার সম্পর্ক, আর কারও সঙ্গে না

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

mzamin

শুধু সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই সম্পর্ক ছিল, আরও কারও সঙ্গে নয় বলে আদালতের কাছে দাবি করেছেন মডেল মেঘনা আলম। তিনি বলেন, ‘ব্যবসায়ী দেওয়ান সমিরকে তার বন্ধু বলা হচ্ছে, এটি সঠিক নয়। তিনি দেওয়ান সমিরকে চেনেন না।’

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এ দাবি করেন তিনি।

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গত ১৫ এপ্রিল মেঘনা ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় একটি গোপন বৈঠক হয়। সেখানে মেঘনা ও সমিরসহ কয়েক ব্যক্তি অংশ নেন। এতে জনৈক কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি ও আদায়ের সিদ্ধান্ত হয়। এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল প্রতারণা করে অর্থ আদায় করা।  তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

আজ মেঘনাকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতের কাছে দাবি করেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই তার পরিচয় ছিল। সৌদি রাষ্ট্রদূত তাকে ফোনও করেছিলেন বলে আদালতে দাবি করেন মেঘনা আলম। মেঘনা আলম আদালতে দাবি করেছেন, তিনি দেওয়ান সমিরকে চেনেন না।

দেওয়ান সমির রিমান্ড শুনানিতে আদালতকে বলেন, ‘আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না।’

মামলায় মডেল মেঘনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অন্যদিকে দেওয়ান সমিরকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়। ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।

গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে মেঘনাকে আটক করা হয়। এরপর হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন।

অন্যদিকে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় গত ১১ এপ্রিল ব্যবসায়ী সমিরকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঠকের মতামত

Give them proper punishment. She and her culprit friends are ruined our Women’s character . These whore and whore brokers are always available all over the world and sell country’s interest to other countries need . These are real traitors . Need to hang them and confirm maximum punishment as Traitor

Ikram
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৮ অপরাহ্ন

দুর্ভাগ্য জনক হলেও এ কথা সত্য যে ওই বিপথগামী রেমিটেন্স যোদ্ধা লোভী পতিত চরিত্রের মডেল কে দিয়ে ওই আরব রাষ্ট্রদূত কে ব্ল্যাকমেইল করতে চেয়েছিলো । এক মডেলের সা থে রাষ্ট্রদূত পর্যায়ের কারো কি ধরনের বন্ধুত্ব হয় এটা বোঝা কঠিন না । আর বদ রেমিটেন্স যোদ্ধা দেশের অগণিত কঠিন পরিশ্রমী রেমিটেন্স যোদ্ধার মর্যাদা ভূলুণ্ঠিত করেছে । দুই অপরাধীকে ই কঠিন শাস্তির আওতায় আনতে হবে । এরা এদেশের মেয়েদের সম্পর্কেও ভুল ইমেজ দিচ্ছে বহির্বিশ্বে ।

M Eliash Malik
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৯ অপরাহ্ন

কান টানলে আরো মাথা আসবে।

এ দেশের নাগরিক
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status