অনলাইন
যাত্রাবাড়ীতে ‘ডাকাতির’ সময় স্বামীকে ‘শ্বাসরোধ’ করে হত্যা, স্ত্রীকে কুপিয়ে আহত
স্টাফ রিপোর্টার
(১২ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৬ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ‘ডাকাতির’ সময় এক ব্যক্তিকে ‘শ্বাসরোধ’ করে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। মঙ্গলবার ভোরের দিকে ইত্যাদি রোডের ৭৬/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল খান (৮০)। তার স্ত্রীর নাম সালেহা বেগম (৭০)।
তাদেরকে নিয়ে আসা সুলতান মিয়া বলেন, ‘ভোরের দিকে ডাকাতি করার সময় বাধা দিলে ইসমাইল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় স্ত্রী বাধা দিলে তাকেও বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে ডাকাতরা। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘‘যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ইত্যাদি গলির একটি চারতলা বাড়ি ‘খান ভিলার’ দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। আমরা ডাকাতির খবর পেয়ে ওই বাসায় যাই, সেখানে কাউকে না পেয়ে আহত অবস্থায় দম্পতিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালে স্বামীর মৃত্যু হয়, আর তার স্ত্রীর চিকিৎসা চলছে।’’