অনলাইন
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:২৫ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের দু’টি ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, প্রতিস্থাপন ও পরিমার্জন আনা হয়েছিল।
রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বরং বাকি বিধানগুলোর বিষয়ে আগামী জাতীয় সংসদের ওপর সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন আদালত।
জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে বলে ওই রায়ে বলা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। এরপর ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত বছরের ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। ওই রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়। যেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ।