অনলাইন
ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ
প্রেস সচিব বললেন, ‘আলোচনা এখনো চলমান’
স্টাফ রিপোর্টার
(১১ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৬ অপরাহ্ন

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা মাত্র দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী ১লা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। সোমবার নিজের ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
বাংলাদেশ সেই চিঠি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান, শুল্ক নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।
শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন। বাংলাদেশ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিঠি পেয়েছে। যেখানে ঘোষণা দেয়া হয়েছে ১ লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
বাংলাদেশ দল মার্কিন পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৯ই জুলাই আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক চুক্তির অপেক্ষায় রয়েছে, যা উভয় দেশের জন্য লাভজনক হবে বলে আমরা আশা করি।’
উল্লেখ্য, এর আগে গত ৩রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্য আমদানিতে শতকরা ৩৭ ভাগ শুল্ক আরোপ করেন তিনি। এর আগে এই শুল্ক ছিল গড়ে ১৫ শতাংশ। নতুন আরোপিত শুল্ক কমানোর জন্য বাংলাদেশ দেনদরবার করে। তার প্রেক্ষিতে শতকরা দুই ভাগ কমানো হয় শুল্ক।
পাঠকের মতামত
জাতি বৈঠকের মাধ্যমে সুফল আশা করে।
ভিয়েতনাম ২০% বাংলাদেশ ৩৫%! গার্মেন্টস শিল্প টিকবে? আপনাদের প্ল্যান কি?