ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

চাঁদা দাবির অডিও ফাঁস, খুলনায় বৈষম্যবিরোধীর দুই নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার,খুলনা থেকে

(১০ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

mzamin

জহুরুল ইসলাম তানভীর ও সাজ্জাদুল ইসলাম আজাদ। ছবি: সংগৃহীত

খুলনায় জুলাই স্মৃতি উদযাপন আয়োজন মেলার নামে খুলনা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতার চাঁদা দাবির অডিও ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার রাতে শোকজের চিঠি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষর করা শোকজের চিঠিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তা এই নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংগঠন আপনার বিরুদ্ধে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরী সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মহানগর মুখ সংগঠন সাজ্জাদুল ইসলাম আজাদের বিরুদ্ধে মেলাকে কেন্দ্র করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গত দুইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ সংবলিত একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী মন্টুর কাছে চাঁদা দাবি করা ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি কল রেকর্ড রাতেই ফাঁস হয়।

জানা যায়, জহুরুল ইসলাম তানভীর খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের স্নাতক শিক্ষার্থী এবং সাজ্জাদুল ইসলাম আজাদ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী। গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের খুলনা বিশ্ববিদ্যালয় ও মহানগরের আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে।

ফাঁস হওয়া অডিও রেকর্ডে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজকের কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। নেটিজেনদের ধারণা, ১০ টাকা বলে তিনি ১০ লাখ টাকাই বুঝিয়েছেন। 

কল রেকর্ডে আয়োজক মন্টুকে বলতে শোনা যায়, আমার দ্বারা সবাইকে কি ঠান্ডা করা সম্ভব? আমার কাছে ‘দুই টাকা’ রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাবো। জবাবে আজাদ বলেন, ‘আমি পারবো সবাইকে ঠান্ডা করতে, এ টু জেড, সবাই ঠান্ডা থাকবে, কেউ ওইদিকে ঘুরেও তাকাবে না—যদি ১০ টাকা দেন । আর যদি না দেন, তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে আপনি কয়জনকে ঠান্ডা করবেন?’

এ সময় মন্টু বলেন, ‘আমার দ্বারা তো সবাইকে ঠান্ডা করা সম্ভব না।’ জবাবে আজাদ বলেন, ‘আপনার পুলিশ কমিশনারও ঠান্ডা করতে পারবে না, বলে দিয়েন তারে।’ পরে মন্টু বলেন, ‘আপনাদের ছোট ভাইয়েরা এসে তানভীর ভাইয়ের কথা বলছে।’ জবাবে আজাদ বলেন, ‘মেলা ভাঙতে তো আমরা কাউকে পাঠাইনি তাহলে ওদেরই দিয়ে দেন।’ মন্টু বলেন, ‘দুই টাকা দিবার চাচ্ছি, আজকেই আসতেছি ভাই। আর প্রতি গ্রুপে তো দিতে পারবো না ভাই। আপনারা বড় ভাই হয়ে যদি কন্ট্রোল করতে না পারেন!’

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার এমন অভিযোগে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। 

এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশরিয়াক কবির বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়কে অরাজনৈতিক ঘোষণার পরও কিছু তথাকথিত ‘সমন্বয়ক’ নিজেদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।’’

এ বিষয়ে জানতে চাইলে মন্টু বলেন, ‘ফাঁস হওয়া রেকর্ডিংয়ে আমার কণ্ঠই শোনা যাচ্ছে। এটি আমার এবং সাজ্জাদের কল রেকর্ডিং। রেকর্ডিংয়ে যা শুনেছেন, সব সত্য। আমি এটা নিশ্চিত করছি। তারা চাঁদার দাবি করছিলো এবং চাঁদা নিছেও আমার থেকে।’

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘আমার সাথে মন্টুর কথা হয়েছে। তবে আমি তাকে বলেছি পুলিশ প্রশাসন ও স্থানীয়দের ম্যানেজ করে মেলা করতে হলে ১০ লাখ টাকা লাগবে। তবে আমি তার কাছ থেকে কোনো চাঁদা নেইনি।’

এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, ‘এটা অনেক আগের ভিডিও রেকর্ড। এ বিষয়ে আমাদের সম্পৃক্ততা আছে কী না, সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনামুল হাসান বলেন, ‘নবপর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করেছে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো অপকর্ম আর সহ্য করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাব। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

উল্লেখ্য, ইতিপূর্বে নৌ-পরিবহন ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই যুগ্ম আহ্বায়ক ও দুই যুগ্ম সদস্য সচিবকে বহিষ্কার করা হয়েছে।

পাঠকের মতামত

All are cheater. Haram khor.

Shahab
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৩৫ অপরাহ্ন

সব শালা হারামখোর, বেঈমান, দেশদ্রোহী। সকল চাঁদাবাজের প্রকাশ্য জনসম্মুখে শাস্তি দেয়া উচিত। দেশটা কারো বাপের না।

আরিফ রেজা
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:২৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status