অনলাইন
নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন ইলন মাস্ক!
মানবজমিন ডিজিটাল
(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

এখনও পর্যন্ত ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। চার নারীর গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা। সেন্ট ক্লেয়ার, সংগীত শিল্পী গ্রিমস, নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস এবং সাবেক স্ত্রী জাস্টিন মাস্ক।যদিও অসমর্থিত সূত্রের খবর, বাস্তবে মাস্কের সন্তানের সংখ্যা অনেক বেশি। নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন ইলন মাস্ক! সূত্রের খবর, একাধিক নারীর সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে, বদলে বিরাট আর্থিক সাহায্য করবেন বিশ্বের ধনীতম ব্যক্তি- এমন প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক নারীকে । বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে এনেছে বিখ্যাত মার্কিন সংবাদসংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।২৬ বছর বয়সী কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার, যিনি সেপ্টেম্বরে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছিলেন, তিনি দাবি করেছেন মাস্কের কাছ থেকে এরকম একাধিক বার্তা পেয়েছেন। যেখানে মাস্ক তার একাধিক সন্তান ধারণের আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেছেন। মার্কিন সংবাদপত্রটির দাবি, জাপানের এক উচ্চপদস্থ নারীকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তাঁকে আবারও অন্তঃসত্ত্বা করার কথা বলেছেন মাস্ক, এমনটাই দাবি ওই মার্কিন সংবাদপত্রে। মাস্কের সন্তানের মায়েদের মধ্যে শিভন জিলিস "বিশেষ মর্যাদা" পেয়ে এসেছে । জিলিসকে মাস্কের সাথে একাধিক হাই প্রোফাইল অনুষ্ঠানে দেখা গেছে। যার মধ্যে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক। বিশ্ব নেতা এবং প্রযুক্তিবিদদের সাথে নৈশভোজেও মাস্কের সঙ্গে ছিলেন জিলিস। মাস্কের সন্তানের জন্মদাত্রী অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্কের পরিচয় প্রকাশ করার ‘অপরাধে’ সেই সাহায্যের পরিমাণ নেমে এসেছিল ২০ হাজার মার্কিন ডলারে। টিফানি ফং নামে আরও এক ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে আনফলো করে দেন টুইটার কর্তা। একাধিক নারী দাবি করেছেন, মাস্কের তরফে খুব গোপনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ধনকুবেরের সন্তান ধারণ করলেও তাঁর নাম প্রকাশ্যে আনা যাবে না, এমনটাই চুক্তি থাকবে বলে প্রস্তাব দেওয়া হয় তাঁদের।ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ইলন মাস্ক হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার আনুমানিক সম্পদের পরিমাণ ৩৬৭.৯ বিলিয়ন ডলার।
সূত্র : এনডিটিভি