ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ময়মনসিংহে চাচার বল্লমের আঘাতে ভাতিজি খুন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ও তারাকান্দা প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে চাচার বল্লমের আঘাতে ভাতিজি হোসনা আক্তার (৪৫) নামে এক নারী খুন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জানা গেছে, গতকাল দুপুরে মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসনা আক্তার ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত হোসনা আক্তারের বাবা মৃত জাহির উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন এ নিয়ে দুই পরিবারের কথাকাটাকাটির একপর্যায়ে মইদর আলী তার ছেলেদের ও দেশীয় অস্ত্র নিয়ে হোসনা আক্তারের পরিবারের ওপর হামলা করে। এ সময় মইদর আলীর বল্লমের আঘাতে হোসনা গুরুতর আহত হয়। এ ছাড়া হোসনার বোন হাসনাসহ চারজন আহত হয়। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসনা আক্তারকে মৃত ঘোষণা করেন। ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status