বাংলারজমিন
হাকালুকিতে পানি বাড়ছে দুর্ভোগ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ জুন ২০২২, শনিবারপানি বাড়ায় দুর্ভোগও বাড়ছে হাকালুকি হাওর তীরবর্তী জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ মানুষের। ৩ লক্ষাধিক মানুষ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত। কারণ নতুন করে হাওর তীরবর্তী এলাকার বাসাবাড়িতে পানি উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বৃষ্টি না হওয়াতে কিছু পানি কমলেও পরবর্তী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আবারো বেড়েছে পানি। তারা জানান ভাটির দিকে নিষ্কাশন না হওয়াতে পানি কিছুতেই কমছে না। এতে করে কুলাউড়া শহরসহ জুড়ী ও বড়লেখার অনেক এলাকার বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করছে। নতুন করে অনেকেই বন্যাকবলিত হচ্ছেন। অবস্থা দৃষ্টে ধারণা করা হচ্ছে চলমান বন্যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে চরম দুর্ভোগে ফেলবে। ঘরবাড়ি ছেড়ে নানা স্থানে আশ্রয় নেয়া বানভাসি মানুষ খাদ্য, পানি ও স্যানিটেশন সংকটে ভুগছেন। সরকারি তরফে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তা চাহিদানুযায়ী একেবারেই অপ্রতুল। তবে বৃহস্পতিবার থেকে কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণে নামলেও তা কেবল শুকনো খাবারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বন্যায় কর্মহীন হয়ে পড়া মানুষ উপার্জন না থাকায় ও সহায় সম্পদ বানের জলে ভেসে যাওয়ায় এখন ত্রাণই কেবল জীবন বাঁচানোর একমাত্র সম্বল। জেলার মনু ও ধলাই নদীর পানি আগের চেয়ে অনেকটা কমেছে। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি গতকাল বড়লেখা উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়, চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রসহ ১০টি আশ্রয়কেন্দ্রের দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দেড় হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন প্রমুখ।