বাংলারজমিন
কলেজছাত্রের হাত-পা বেঁধে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফয়সাল প্যাদা (১৭) নামের এক কলেজছাত্রকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার কলেজছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতনের শিকার ফয়সাল প্যাদার মা আকলিমা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত দেখানো হয়। এই মামলায় ইতিমধ্যে প্রেমিকার ভাই মামুন হাং (২২) ও তার চাচা রিয়াজ হাং (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য নামধারি আসামি প্রেমিকার বাবা খবির হাং (৪৫) পলাতক। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ১৯নং গ্রামের ফজলু প্যাদার কলেজপড়ুয়া ছেলে ফয়সালের সঙ্গে পাশের দক্ষিণ কাজির হাওলা গ্রামের খবির হাওলাদারের দশম শ্রেণির পড়ুয়া মেয়ে আনিশার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আনিশার পরিবার এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি। নির্যাতনের শিকার ফয়সাল প্যাদা বলেন, ঘটনার দিন বুধবার সকাল সাড়ে ১০টায় তার প্রেমিকা আনিশার বাবা খবির হাওলাদার মুঠোফোনে কল দিয়ে তাকে তাদের বাড়িতে ডাকেন মেয়েকে তার হাতে তুলে দিবেন বলে।