ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কলেজছাত্রের হাত-পা বেঁধে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
mzamin

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফয়সাল প্যাদা (১৭) নামের এক কলেজছাত্রকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। গত বুধবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার কলেজছাত্রকে উদ্ধার করে। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতনের শিকার ফয়সাল প্যাদার মা আকলিমা বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত দেখানো হয়। এই মামলায় ইতিমধ্যে প্রেমিকার ভাই মামুন হাং (২২) ও তার চাচা রিয়াজ হাং (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য নামধারি আসামি প্রেমিকার বাবা খবির হাং (৪৫) পলাতক। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ১৯নং গ্রামের ফজলু প্যাদার কলেজপড়ুয়া ছেলে ফয়সালের সঙ্গে পাশের দক্ষিণ কাজির হাওলা গ্রামের খবির হাওলাদারের দশম শ্রেণির পড়ুয়া মেয়ে আনিশার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আনিশার পরিবার এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি। নির্যাতনের শিকার ফয়সাল প্যাদা বলেন, ঘটনার দিন বুধবার সকাল সাড়ে ১০টায় তার প্রেমিকা আনিশার বাবা খবির হাওলাদার মুঠোফোনে কল দিয়ে তাকে তাদের বাড়িতে ডাকেন মেয়েকে তার হাতে তুলে দিবেন বলে। ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ফয়সাল ছুটে যান প্রেমিকা আনিশার বাড়িতে। বাড়িতে উপস্থিত হয়ে কিছু বুঝে ওঠার আগেই শিকল দিয়ে তার হাত-পা বেঁধে ফেলেন তারা। তারপর এলোপাতাড়ি মারধর করা হয়। মারতে মারতে একপর্যায়ে বেহুশ করে ফেলেন তাকে। চোখে পানি ছিটিয়ে উঠানোর পর আবারো মারধর করা হয় তাকে। এপর্যায়ে শুধু মারধর করেই ক্ষ্যান্ত হননি নির্যাতনকারীরা সঙ্গে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় তাকে। ন্যাড়া মাথায় আলকাতরা দেয়ার চেষ্টাও করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status