বাংলারজমিন
কেন্দুয়ায় বন্যার আশ্রয়ণ শিবিরে নারীর মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারনেত্রকোনার কেন্দুয়ায় বন্যার আশ্রয়ণ শিবিরে নিলুফা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার আশুজিয়া ইউপির হাসুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবিরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত নিলুফা আক্তার হাসুয়ারী গ্রামের কলেজ মিয়ার স্ত্রী। খবর পেয়ে আশ্রয়ণ শিবিরে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবু রহমান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী। এ সময় মৃত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন উপজেলা প্রশাসন। মৃত্যুকালে তিনি স্বামীসহ ৩ ছেলে সন্তান রেখে গেছেন। বিকালে গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।
ইউএনও মাহমুদা বেগম জানান, খবর পেয়ে আশ্রয়ণ শিবিরে যাই এবং তার দাফনকাজের ব্যবস্থা করি। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে আর্থিক সহায়তা করা হয়েছে। ওই আশ্রয়ণ শিবিরে ৩৫টি পরিবারে প্রায় ৭০ জন লোক বসবাস করছেন বলে জানান তিনি।