বাংলারজমিন
হাওরের অলওয়েদার রাস্তা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারহাওর অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন উপজেলার সংযোগ অলওয়েদার রোড নিয়ে সিলেটের বন্যার পানি বাধার সম্মুখীন ও পানি নিষ্কাশনের অভাবে যে অপপ্রচার বা মন্তব্য করা হয়েছে তার তীব্র নিন্দা জানায় অষ্টগ্রাম উপজেলাবাসী। গতকাল সকাল ১১টায় অষ্টগ্রাম অলওয়েদার সড়কের জিরো পয়েন্টে প্রায় এক থেকে দেড় হাজার লোকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন এর স্ব-স্ব এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, কিশোরগঞ্জ জেলা সদর চেয়ারম্যান এমএ আফজাল, রফিকুল ইসলাম ফারুক, মো. সাঈদ আহম্মেদ সহ অসংখ্য ব্যক্তিবর্গ। তারা জানান, সিলেট- সুনামগঞ্জের বন্যা হওয়ার পেছনে অষ্টগ্রাম, ইটনা মিঠামইনের অলওয়েদার রোডে পানি বাধাগ্রস্তের কারণে নয়। তারা এই ষড়যন্ত্রের এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচারের দাবি জনান। তারা বলেন, এই রাস্তা নির্মাণকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথের ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষ ও আবহাওয়া অধিদপ্তরের দিক-নির্দেশনায় উত্তর-দক্ষিণ বরাবর অলওয়েদার রাস্তা তৈরি করা হয়েছে। অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের পাশ দিয়ে বয়ে গেছে দেশের বৃহত্তম নদী মেঘনা, ঘোরাউত্রা ও ধলেশ্বরী, কালনী, ধেনুর মতো স্র্রোতবাহী নদী। এসব নদী দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের পথ রয়েছে।