অনলাইন
নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন

সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা ও ৭ই জানুয়ারির ভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে মঙ্গলবার এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে।
ভোটগ্রহণের ৫২ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ই জানুয়ারি।