অনলাইন
সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কমতে পারে কাল থেকে
স্টাফ রিপোর্টার
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার বিকাল ৩টা পর্যন্ত এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।’
এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরেই সারা দেশে তীব্র গরম অনুভূত হচ্ছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ওই বুলেটিনে বলা হয়।