অনলাইন
রাজনৈতিক দলের বিচারের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন
স্টাফ রিপোর্টার
(২১ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
রাজনৈতিক দলের বিচার করার ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।গতকাল এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল অথবা সেই দলের অধীনস্ত সংশ্লিষ্ট বা সহযোগী কোনো সত্তা অথবা এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায় যা ওই দল বা সত্তার কার্যকলাপ প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তার মাধ্যমে জড়িত থাকে বলে সংজ্ঞায়িত করা হয়েছে।
এই আইনের বা তৎকালীন প্রযোজ্য অন্য কোনো আইনে যাই থাকুক, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যেকোনো সংগঠন এই আইনের তিন ধারার উপ-ধারা (২) অনুযায়ী উল্লিখিত অপরাধ করেছে তাহলে তাদের শাস্তির বিধান এই ধারায় সংযুক্ত করা হয়েছে।
সংশোধনীতে বলা হয়েছে, যদি কেউ নির্দেশ দেয়, চেষ্টা করে, সহায়তা করে, প্ররোচিত করে বা উসকানি দেয়, ষড়যন্ত্র করেছে, সহজতর করেছে বা সহযোগিতা করেছে, তাহলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার, সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা, নিবন্ধন বা লাইসেন্স স্থগিত বা বাতিল করার আদেশ দিতে পারবে।
এছাড়া তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের এই সংশোধনীতে আনা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেয়। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান।
পাঠকের মতামত
গত নয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন।