ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার

(২১ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৩:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগেই এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম-আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও গণহত্যার অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে সরকারকে গত ২ দিনের মতো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না।’

তিনি আরও বলেন, ‘আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমানুষের কথাগুলো বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে নজির রয়েছে, যে সমস্ত ফ্যাসিবাদী দল গণহত্যার জন্য দায়ী থাকে, দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে নিষিদ্ধ করা হয়। এটার উদাহরণ সারা পৃথিবীতে আছে। জার্মানিসহ অনেক দেশেই আছে। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে ঘোষণা দেয়ায় তাদের স্বাগত জানাই।’

সালাহউদ্দিন বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো বিএনপি এই রকম যে-সব পরামর্শ দিয়েছে— দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যতে তা যেন যথাসময়ে আমলে নেয়। দেশ পরিচালনায় আমরা সরকারকে সহযোগিতা করবো।’

সারা দেশের মানুষ আগামী নির্বাচন ও ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব হয়ে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি যেন আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন শিগগিরই। না হলে এ রকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে।’

আওয়ামী লীগ ও তাদের অন্যান্য সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে হয় এজন্য সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে হবে। কারণ এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা আছে। এখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ নেই।’

সালাহউদ্দিন বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি পৃথিবী দেয়? দেশের মানুষ দেয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন মাফিয়া ও ফ্যাসিবাদের চর্চা করেছে দেশের মানুষের ওপরে। তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এরপর এটা নো মোর পলিটিক্যাল পার্টি। এটা একটি মাফিয়া পার্টি, মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। রাজনৈতিক চর্চা নেই।’

পাঠকের মতামত

এইতো আবার ভাগের ফল খেতে এসে গেছে!!

Kabir Ahmed
১১ মে ২০২৫, রবিবার, ৭:১৭ অপরাহ্ন

ঈদের পর নির্বাচন দিতে হবে, নয়লে ঈদের আগে আন্দোলন

নির্বাচন চাই
১১ মে ২০২৫, রবিবার, ৪:৪৬ অপরাহ্ন

সুবিধাব জিন্দাবাদ -এটাই BNP. অপেক্ষা করুন সাহেব...

স্বাধীন
১১ মে ২০২৫, রবিবার, ৪:৪০ অপরাহ্ন

বিএনপি হচ্ছে সুবিধা ভোগীর দল কয়েকদিন পরে বলে বসবে আমরা বলেছিলাম আওয়ামীলীগ নিষিদ্ধ করতে ৫ জুলাই অভূত্থানের মতো।

মিলন আজাদ
১১ মে ২০২৫, রবিবার, ৪:২৩ অপরাহ্ন

অতি বিলম্বে হলেও বিএনপির বোধোদয়ের জন্য ধন্যবাদ। তাদেরকে দু'নৌকায় পা দিয়ে আবার প্রত্যাবর্তনে বাধ্য করেছে সংগ্রামী জনতা। বৃহত্তর দল হিসেবে তাদের দ্বিচারিতা দেশবাসীকে বিস্মিত করেছিলো।।

সৈয়দ নজরুল হুদা
১১ মে ২০২৫, রবিবার, ৪:০৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status