অনলাইন
বজ্রপাত ও ঝড়ে সারা দেশে ১২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

প্রতীকী ছবি
বজ্রপাত ও ঝড়ে সারা দেশে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও আখাউড়ায় শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে মাঠে কৃষিকাজ করার সময় ৩ জন, শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে ১ কৃষক, চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার সময় ১ শ্রমিক, ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে ২ জন নিহত হয়েছেন। রোববার বিকেলে এসব ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শ্রমিক আব্দুর রাজ্জাক (৩৫)। একই উপজেলার গোকর্ণ গ্রামে কৃষক মোহাম্মদ শামসুল হুদাও বজ্রপাতে মারা যান। তাছাড়া, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় ৮ বছর বয়সী শিশু জাকিয়া বজ্রপাতে মারা গেছে। একই জেলার আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ধরখার ইউনিয়নের রুটি গ্রামে খড় গুছানোর সময় বজ্রপাতে কৃষক শেখ সেলিম মিয়া (৬০) মারা যান। ইউনিয়নের বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান জামির খান।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের কবির হোসেন (২৫) নামের তিনজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই তিন জনেরই মৃত্যু হয়েছে বজ্রপাতে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। অন্যদিকে কিশোরগঞ্জে বজ্রপাতে চারজন আহত হন। আহতের মধ্যে মনির নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর জেলার নালিতাবাড়ীতে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন সকুল নামের অন্য আরেক শ্রমিক। নিহত খবির উদ্দিন ও আহত সকুল দুজনেই একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-বুলপুরে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে একজন ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেলে সদর উপজেলার বুলনপুর এলাকায় ধান কাটছিলেন আব্দুল কাইয়ুম। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, স্থানীয় ছনকান্দা গ্রামের বাসিন্দা মজি মিয়ার ছেলে মো. সজীব (২৩) এবং পার্শ্ববর্তী চর ঘাগড়া গ্রামের বাসিন্দা মৃত আফছর আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৬০)।