অনলাইন
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
অফিসিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘এখনো গেজেট আমাদের হাতে এসে পৌঁছায়নি। অফিসিয়াল ডকুমেন্টস হাতে আসার পর আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘প্রজ্ঞাপনটা আসতে দেন। আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। ডেফিনেটলি ইলেকশন কমিশন এই দেশের জন্য কাজ করে। এই বিষয়ে আমরা ইকুয়েলি কনসার্ন। যখন আকাশে সূর্য উঠে যাবে, তখন পরিষ্কার দেখতে পারবেন।’
যুক্তরাষ্ট্রভিত্তিক কার্টার সেন্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘গত তিন নির্বাচনে কার্টার গ্রুপ পর্যবেক্ষক হিসেবে আসেনি। এবার আসার জন্য উনারা আগ্রহী। আমরা স্বাগত জানিয়েছি। বলেছি অভিজ্ঞতা যাদেরই আছে সবাইকে আমন্ত্রণ জানাব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যারাই কাজ করে তাদের আমরা এনকারিজ করি।’
সিইসি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কার্টার সেন্টার কথা বলেছে। উনারা জানালেন, সবাই এই ইসির প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছে। আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কেমন তারা জানতে চেয়েছেন। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমরা যে ওয়াদা করেছি তা পালনে যাবতীয় প্রস্তুতি সম্পর্কে অবগত করেছি।’
বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্টার সেন্টারের প্রতিনিধি দলের প্রধান জোনাথন স্টোনস্ট্রিট বলেন, ‘আমাদের দল নির্বাচন পূর্ববর্তী মূল্যায়নের জন্য অংশীদারদের সঙ্গে বৈঠক করছি, তার অংশ হিসেবে আজ সিইসির সঙ্গে আমাদের প্রতিনিধিদল বৈঠক করেছে। এর আগেও ১৯৬৮ এবং ২০০১ সালে কার্টার সেন্টারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সফর করেছিল। আমরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্বের সঙ্গে পালন করে থাকি।’
পাঠকের মতামত
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুল আজিজ এর মত কাজ করলে বাংলাদেশের মানুষ অনেক দিন স্মরণ রাখবে।