অনলাইন
সীতাকুণ্ডে জার্সিয়ান-২ শপের উদ্বোধন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
(৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৯:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী আর্মি মার্কেটে গতকাল ‘জার্সিয়ান-২ শপের শোরুমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্সিয়ানের স্বত্বাধিকারী এস এম রিয়াদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রবিউল হাসান তানবীর। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু, হযরত পীর বারআউলিয়া ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আলহাজ্ব এস এম মাকসুদুল আলম, সাবেক ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার, বারআউলিয়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাছির, বুড়িচং মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নাসরুল্লাহ, সমাজসেবক সৈয়দ শাহ নেওয়াজ রনি, বিশিষ্ট ব্যবসায়ী কামাল সওদাগর, ক্যাবল সভাপতি মোহাম্মদ আলমগীর, এছাড়া উপস্থিত ছিলেন দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, ফারুক মোনাদ্দিন, মো. আলী, সিটি ব্যাংক ভাটিয়ারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, এআরএম দিদারুল আলম, এআরএম প্রশনজিৎ দাশ, ইস্টার্ন ব্যাংকের ভাটিয়ারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নাহিদুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।