অনলাইন
হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এ প্রতিবেদন দাখিল করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় ‘গণহত্যার’ অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরেক গণহত্যার অভিযোগে একইদিন আরও ৪৫ জনের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।
পাঠকের মতামত
জুলুমের খেসারত দুনিয়াতেই দিতে হয় হোক সেটা ১৫ বছর বা তিরিশ বছর পর। শাপলা চত্বরে নিরীহ আলেম উলামার উপর ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে সংসদে দাঁড়িয়ে দম্ভ করে উপহাস করেছিল সাবেক অবৈধ, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলো হেফাজত কর্মীরা নাকি রং মেখে শুয়ে ছিল। যখন পুলিশ এসে জিজ্ঞাস করলো অমনি উঠে দৌড় মারলো। কি নির্মম উপহাস! কি জঘন্য মিথ্যাচার! বললো একটা বুলেট ও নাকি খরচ করা হয় নাই। আজ সেই গণহত্যার খেসারত দেওয়ার সময় এসে গেছে। পাপ বাপকে ও ছাড়ে না।