ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

এতিম শিশু আবিদকে বাঁচাতে সাহায্যের আবেদন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

মাত্র দেড় বছর বয়সী মো. আবিদ। এ বয়সেই সে আক্রান্ত কিডনি রোগে। দুই কিডনিতেই সমস্যা। বাঁচতে হলে তার কিডনিতে করাতে হবে অপারেশন। যার জন্য প্রয়োজন প্রায় ৪ লাখ টাকা। দুর্ঘটনায় দুই মাস আগে মারা গেছেন শিশু আবিদের বাবা। এক বোন আর দুই ভাইয়ের মধ্যে সবার ছোট আবিদ। বাবার মৃত্যুর পর একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে শিশু আবিদের পরিবার। যার ফলে ভোলার লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত মামার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার পরিবারকে। শিশু আবিদের মামা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. নূরুল্যাহ জানান, আবিদের বাবা নূরে আলম রোমান ভোলা সদরে গ্রামীণফোনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। গত অক্টোবর মাসে আবিদের বাবা সেখানে সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে হঠাৎ করে দেখা যায় আবিদের পেট বড় হয়ে যাচ্ছে। অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরছে। আবিদের মা আছমা বেগম বলেন, আমার স্বামী গ্রামীণফোনে চাকরি করতেন। তখন কিছুটা ভালোভাবে আমাদের সংসার চলতো। আমার স্বামীর সম্বল বলতে ২ শতাংশ জমি রয়েছে। ওই জমিতেই একটি ঘর। সেখানে সন্তানদের নিয়ে থাকছি। এ ছাড়া অন্য কোনো সম্পদ নেই। ওই জমিটুকু বিক্রি করে যে আবিদের চিকিৎসা করাবো তাও পারছি না। কারণ আমার আরও একজন মেয়ে ও ছেলে রয়েছে। ওই জমিটুকু বিক্রি করে দিলে তাদের নিয়ে আর থাকবো কোথায়। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে মাত্র কয়েক মাস হলো। এখন ছেলের অসুস্থতা। নিরুপায় হয়ে ভাইদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। এখন তাদের সহযোগিতায়ই কোনো রকমে চলছি। ভাইদেরও অবস্থা তত ভালো না, যে তারা আমার ছেলের চিকিৎসার জন্য টাকা দিবে। এজন্য আমার এতিম ছেলে আবিদের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আবিদের চিকিৎসায় সহযোগিতা করতে সকলকে ০১৭১৪-৯০০৮১৭ (নগদ) ০১৭৯৩-১৩৩৩০৭ (বিকাশ) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status