ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘সাকিব-তামিম না থাকা আমাদের জন্য অবশ্যই ভালো’

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, সোমবার
mzamin

 বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালও খেলছেন না এই সিরিজে। এই দুজন না থাকায় স্বস্তি প্রকাশ করেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি। গতকাল সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন মন্তব্য করেন রনকি। তিনি বলেন, ‘ওরা অভিজ্ঞ, অনেক ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে। ওদের না থাকা দর্শকদের জন্য নিশ্চয়ই হতাশার। আমাদের জন্য অবশ্যই ভালো। ওরা থাকলে ওদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা নিতে হতো। সেটা নিতে হচ্ছে না।’ পেস আক্রমণে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনকে পাচ্ছে না স্বাগতিকরা। 

র্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুই টেস্টে হারায়। ওই জয়ের মূল নায়ক ছিলেন ইবাদত। দুজনই না থাকায় এবার দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর অনেকটাই নির্ভর করবে টাইগারদের বোলিং আক্রমণ। তাসকিন-ইবাদত না থাকলেও নিউজিল্যান্ডের ভালো খেলার জন্য সংগ্রাম করতে হবে বলে মনে করেন রনকি। তিনি বলেন, ‘এটি তাদের ঘরের মাঠ। ওরা কন্ডিশন খুব ভালো চেনে এবং দেশে খুব ভালো খেলে। আমাদের এটি নিশ্চিত করতে হবে যেন তাদের ব্যাটসম্যানরা সহজে রান করতে না পারে এবং বোলারদের উইকেটের জন্য সংগ্রাম করতে হয়। 

দুই দলেরই স্পিন ও পেস বিভাগের মান বেশ ভালো। তো এসব দিক থেকেই চ্যালেঞ্জ আসবে। এমন আক্রমণের বিপক্ষে কেমন খেলে, সেটিই দেখার।’ যদিও নিউজিলান্ডের স্পিন আক্রমণও বেশ ভালো। স্কোয়াডে স্পিনারই আছেন ৫ জন। লড়াইটা যে তাই দুই দলের স্পিনারদের মধ্যে হবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি কিউইদের ব্যাটিং কোচ। রনকি বলেন, ‘হ্যাঁ! আমি মনে করি, বাংলাদেশে এটিই (স্পিনারদের লড়াই) ক্রিকেটের ধরন। স্পিনারদের অনেক সম্পৃক্ততা থাকে। এখানকার উইকেটে খুব বেশি গতি দেখা যায় না। তো আমরা সেভাবেই অনুশীলন সাজিয়েছি। উইকেটে আমরা বাউন্সে তারতম্য ও কিছুটা টার্নের আশা করছি। দেখা যাক, শেষ পর্যন্ত কেমন হয়!’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status