অনলাইন
সিলেটের সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল হামলা, এলাকায় আতঙ্ক
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০০ অপরাহ্ন

সিলেটের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল হামলা হয়েছে। রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরিফুল হক চৌধুরী বাসার বাইরে ছিলেন।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে; কালো কোট ও সাদা গেঞ্জি পরা দুই যুবক গলির ভেতর থেকে এসে বাসার প্রধান ফটকে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই দুই যুবক পালিয়ে যায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন-বিষয়টি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশকে অবগত করেছেন। এ ঘটনার পর থেকে পরিবারসহ তিনি নিরাপত্তাহীন রয়েছেন বলে জানান।
পাঠকের মতামত
দেশবাসী সব বুঝে গেছে ।
সন্ত্রাসের হোতা তাহলে কে? পাবলিক কি বুঝে না?
দেশে সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস তাহলে কে করতেছে তা কি কোন বোকারও বোঝার বাকী আছে? সিনিয়র নেতা মির্জা আব্বাস, বহুবারের সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় হামলা, বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসললামের বাঁসায় মুহুরমুহ অনবরত হামলা, এগুলি কি? এই সন্ত্রাসের জন্যে সারা দেশের বিএনপি র সব নেতা কর্মীদের রিম্যান্ডে নিয়ে অত্যাচার করা হচ্ছে। নির্বাচনের নামের একতরফা নির্বাচন করে আবার মানুষকে অত্যাচার করা লাইসেন্স নিবেন আগামী ৫ বছরের জন্যে?
বিএনপির নেতা আরিফুল হক এর বাসায় ককটেল হামলা / কালো কোট ও সাদা গেঞ্জি পরা দুই যুবক প্রধান ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় / পরিবারসহ তিনি নিরাপত্তাহীন রয়েছেন / দুর্বৃত্তভরা পৃথিবীর একমাত্র হরিলুটের দেশ বাংলাদেশ!!!সর্বত্র সাধুরা নিরাপত্তাহীন রয়েছেন।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ/ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]