বাংলারজমিন
শায়েস্তাগঞ্জের শৈলজুড়া সড়কে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-শৈলজুড়া আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক চাপায় ইয়াসিন মিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। সোমবার দুপুরে অলিপুর-শৈলজুড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া সুরাবই গ্রামের কাছম আলীর পুত্র।
জানা যায়, ওই সময় ইয়াসিন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। পেছন থেকে দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে পৌঁছালে উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]