খেলা
শচীনের বিশ্বকাপ জয়ের জার্সি উপহার পেলেন কোহলি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৯ নভেম্বর ২০২৩, রবিবার, ৪:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

২০২৩ আইসিসি ওয়ার্ল্ডকাপের সেমিফাইনালে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি পান বিরাট কোহলি। এতে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে সর্বোচ্চ শতকের মালিক বনে যান ভারতীয় ব্যাটার। আর কোহলিকে নিজের ২০১১ বিশ্বকাপ জয়ের জার্সি উপহার দিলেন ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন।
২০১১ আসরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ভারত। ২০১২’র মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শচীন টেন্ডুলকার। আজ ২০২৩ বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে নিজের বিশ্বকাপ জয়ের স্বাক্ষরিত জার্সি কোহলিকে দেন লিটল মাস্টার। জার্সিতে টেন্ডুলকার লিখেন, ‘বিরাট তুমি আমাদের গর্বিত করেছো।’ এর নিচে স্বাক্ষর করেন টেন্ডুলকার। আইসিসির পেজে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, শচীনের শচীনের ১২ বছরের পুরনো দশ নম্বর জার্সিটির টেন্ডুলকার বানানের ‘ইউ, এ এবং আর’ অক্ষরের কিছুটা মুছে গিয়েছে।
২০১১ বিশ্বকাপ দলে শচীনের সতীর্থ ছিলেন কোহলি। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ম্যাচে ১৪ বলে ১৮ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। ৪৯ বলে ৩৫ করেছিলেন বিরাট কোহলি। ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।