খেলা
বন্ধু আলবার বিয়েতে মেসি-রোকুজ্জো
স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২২, সোমবার
পেশাদারিত্বের কারণে বার্সেলোনাকে বিদায় বলতে হয়েছে। কিন্তু ন্যু ক্যাম্পের বন্ধুদের সঙ্গে সম্পর্কটা সেই আগের মতোই আছে লিওনেল মেসির। সাবেক সতীর্থ জর্ডি আলবা বিয়ে করছেন, সেখানে মেসি থাকবেন না, তা কী করে হয়! তাই আনন্দ-উৎসব করতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নিয়ে মেসি চলে গেলেন স্পেনে। বিয়েতে ছিলেন সেস ফেব্রেগাস, লুইস সুয়ারেজও। বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আর্জেন্টাইন তারকা। বিয়েতে গিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে মেসি লিখেছেন, ‘ভালোবাসায় পূর্ণ সুন্দর একটি রাত উপহার দেয়ার জন্য রোমারেই ভেন্তুরা ও জর্ডি আলবাকে ধন্যবাদ। আমরা তোমাদেরকে ভালোবাসি।’ গত মৌসুমে প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নাম লেখান মেসি। প্যারিসের আলো-বাতাসের সঙ্গে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। মাঠেও ছিলেন নিজের ছায়া হয়ে। তবে জাতীয় দলে তুখোড় ফর্মে আছেন মেসি।