বাংলারজমিন
রামগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৩, বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন ও তার ভাই স্বপন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত ৮টায় রামগঞ্জ পৌর শহরস্থ নুর প্লাজার সামনে। সৃষ্ট ঘটনায় আমজাদ ও রিপন থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর নুর প্লাজার সামনের সড়কে সোমবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপনসহ দলীয় নেতাকর্মীরা নাস্তা করছিল। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমজাদ হোসেনের সঙ্গে আতিকুর রহমান রিপনের বাকবিতণ্ডার একপর্যায়ে রিপন ও তার ভাই স্বপন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজাদের ওপর হামলায় চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন আমজাদকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা আমজাদ হোসেন মিজি বলেন, ছাত্রদল নেতা ফিরোজ হত্যাসহ ৫/৬টি মামলার আসামি কথিত যুবদল কর্মী আতিকুর রহমান রিপন এবং তার ভাই স্বপন শেখ পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে জানতে বার বার যোগাযোগের চেষ্টা করেও আতিকুর রহমান রিপনকে পাওয়ায় যায়নি। রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদার বলেন, ২ জনের মধ্যে ভুল বোঝাবুঝির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দলীয়ভাবে বসে সমাধান করা হবে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ২ জনের দায়ের করা অভিযোগ তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।