ভারত
৪০ কানাডীয় কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন
৪০ কূটনীতিককে ফিরিয়ে নিন। কানাডা সরকারের কাছে এই বার্তা দিয়েছে ভারত। শুধু বার্তা দেয়াই নয়, ভারত জানিয়েছে-১০ই অক্টোবরের মধ্যেই তাদের ভারত ছাড়তে হবে। দেশটির রাজধানী দিল্লি থেকে প্রকাশিত ফাইনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
ওই খবরে বলা হয়, কানাডার মোট ৬২ জন কূটনীতিক আছেন ভারতে। তাদের মধ্যে এই ৪০ জনের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেয়ার অভিযোগ এনেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। তিনি শুধু বলেন, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কেউ বা কারা কখনও ভারত রাষ্ট্রের পৃষ্টপোষকতা পায় না।
উল্লেখ্য, কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হার্দিপ সিং নিজ্জরের হত্যা ইস্যুতে কানাডা-ভারত সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যদি সত্যিই ৪০ কূটনীতিককে বহিস্কার করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।