ভারত
এবার চিনির উপর রপ্তানি নিয়ন্ত্রণ জারি করতে পারে ভারত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৯ অপরাহ্ন

চিনির যোগান কমেছে, দাম বেড়েছে। এই প্রেক্ষিতে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে পারে ভারত সরকার। ভারত চিনি উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। ১.১ কোটি টন চিনি গত বছর রপ্তানি করেছিল দেশটি। কিন্তু, দেশজ বাজারে চিনির দাম আড়াই শতাংশ বেড়েছে। বৃষ্টি না হওয়ায় আখ চাষেও মন্দা দেখা গেছে। ৩১ আগস্ট যেখানে ফলনের মাত্রা কমেছিল ১০ শতাংশ। ২৫ সেপ্টেম্বর তা দাঁড়িয়েছে পাঁচ শতাংশে। ভারতে চিনির মরশুম শুরু হয় ০১ অক্টোবর নাগাদ। চলে সেপ্টেম্বর পর্যন্ত। এবার ঘরোয়া বাজারে চিনি যাতে তিক্ত না হয় তার জন্যই রপ্তানিতে রাশ টানতে চাইছে সরকার। নভেম্বরে এই সংক্রান্ত ঘোষণাটি হতে পারে বলে জানা গেছে। ভারত চিনি রপ্তানিতে নিয়ন্ত্রণ জারি করলে বেশ কিছু দেশ সংকটে পড়বে।