অনলাইন
আমরা ভারতকে নিয়ে খুবই গর্বিত, তারা অপরিপক্ব কিছু করে না: মোমেন
তারিক চয়ন
(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৪ অপরাহ্ন
.jpg)
শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারত–কানাডা সম্পর্ক এখন একেবারে তলানিতে। হরদীপ হত্যায় ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতার আলোচনা তুলে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর তারপর থেকেই মূলত দুই দেশের সম্পর্কে অবনতি ঘটার সূত্রপাত। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, "ভারতের জন্য বাংলাদেশ খুবই গর্বিত কারণ, তারা অপরিপক্ব কিছু করে না।"
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম এ খবর দিয়ে বলেছে, "অটোয়াতে শিখ সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড বিষয়ে ভারতের বিরুদ্ধে কানাডার সরকারের অভিযোগকে 'দুঃখজনক পর্ব' উল্লেখ করে মোমেন আশাপ্রকাশ করেছেন যে, সৌহার্দ্যপূর্ণভাবে এই লড়াইয়ের সমাধান করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছেন, "আমি মনে করি এটা খুবই দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানি না, সেজন্য আমি কোনো ধরনের মন্তব্য করতে পারি না। কিন্তু, আমরা ভারতকে নিয়ে খুবই গর্বিত, কারণ তারা অপরিপক্ব কিছু করে না। ভারতের সাথে আমাদের খুবই দৃঢ় সম্পর্ক রয়েছে। সেটা মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে গঠিত৷"
সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে 'দুঃখজনক পর্ব' উল্লেখ করে মোমেন বলেন, আমি আশা করি যে এটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) লোটে নিউ ইয়র্ক প্যালস হোটেলের ওই সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।