খেলা
এমবাপ্পেকে না পেলে বেলিংহ্যামের বন্ধুকে নেবে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
নতুন মৌসুম শুরুর পর কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ গমন নিয়ে কানাঘুষা কমেছে। তাহলে কি হাল ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোরা? তা কিন্তু নয়। এখনো ফরাসি ফরোয়ার্ডকে ভেড়ানোর চেষ্টা অব্যাহত আছে গ্যালাটিকোদের। তবে শেষ পর্যন্ত সাফল্য না পেলে বিকল্প ভেবে রেখেছে রিয়াল। ইংরেজি দৈনিক ‘ফুটবল ট্রান্সফারস নিউজ’-এর খবর, এমবাপ্পেকে ভেড়াতে না পারলে জুড বেলিংহ্যামের বন্ধুকে উড়িয়ে আনবে রয়্যাল হোয়াইটরা।
মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের যোগ দেন ইংলিশ উইঙ্গার জুড বেলিংহ্যাম। স্প্যানিশ ফুটবলে আসার আগে জার্মান বুন্দেসলিগার দল বুরুশিয়া ডর্টমুন্ডে খেলতেন তিনি। দলটিতে বেলিংহ্যামের ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ ছিলেন জার্মান ফুটবলার ইউসোফা মওকুকু। ক্যামেরুনে জন্মগ্রহণ করা এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকেও ডর্টমুন্ড থেকে উড়িয়ে আনার পরিকল্পনা রয়েছে রিয়ালের। স্প্যানিশ দৈনিক ডিফেন্সা সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মওকুকুকে পছন্দ করেন। তাছাড়া বেলিংহ্যামের পুরনো বন্ধু সে।
২০২৩-২৪ মৌসুম শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শুরু হয়। ফরাসি ফরোয়ার্ডকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল পিএসজি। এতে অমত জানায় ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এমবাপ্পে। অর্থাৎ, চুক্তির মেয়াদ শেষেই প্যারিস ছাড়ার পরিকল্পনা করছিলেন তিনি। এদিকে ফ্রি এজেন্ট বানিয়ে এমবাপ্পেকে ছাড়তে নারাজ ছিল পিএসজি। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানে এমবাপ্পেকে ছাড়াই প্রাক্-মৌসুম সফর করে পিএসজি। এমনকি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেও কিলিয়ানকে রাখেনি লা প্যারিসিয়ানরা। যদিও এরপর দৃশ্যপটে আসে আমুল পরিবর্তন। এমবাপ্পেকে অধিনায়ক বানানোর পর তার দল ছাড়ার গুঞ্জনে ভাটা পড়ে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]