ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

সামন হোসেন, হাংজু (চীন) থেকে

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১২ পূর্বাহ্ন

mzamin

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাংজুতে। যে বৃষ্টির কবলে পড়ে টানা তৃতীয় দিনের মতো পরিত্যক্ত হলো এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ম্যাচ। আগের দিন বৃষ্টির কারণে বাতিল হয় ভারত-মালয়েশিয়ার ম্যাচ। পাকিস্তান-ইন্দোনেশিয়া ম্যাচেও ঘটেছিল একই ঘটনা। আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাহাড় ঘেরা ক্যাম্পাস মাঠে। এদিন বৃষ্টির বাধায় অনুষ্ঠিত হতে পারেনি বাংলাদেশ-হংকংয়ের আরেকটি কোয়ার্টার ফাইনাল। তাতে অবশ্য বাংলাদেশের অসুবিধা হয়নি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৬ রানে হারিয়ে সেমিফাইনালের আরেক দল শ্রীলঙ্কা।

হাংজু শহরটা গাছপালায় ভরা। বড় সড়কের পাশেও রয়েছে গাছের সারি। জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাহাড় ঘেরা পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট ক্রিকেট মাঠ। এক প্রান্তে কয়েক শ’ জনের গ্যালারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত এই খেলার দর্শক। খেলা দেখার জন্য তাদের অপেক্ষা ছিলো ঘণ্টার পর ঘণ্টা। অথচ বৃষ্টির জন্য বাংলাদেশ-হংকং ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কাভার দিয়ে ঢেকে রাখা হয় পিচ। রিজার্ভ ডে না থাকায় আম্পায়াররা  দুই ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ। হংকংয়ের চেয়ে বাংলাদেশ আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

২৪শে সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেদিনও যদি বৃষ্টি হয় বাংলাদেশের কপাল পুড়তে পারে। গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী বৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত কারণে খেলা না হলে র‌্যাঙ্কিয়ে এগিয়ে থাকা দলটি জয়ী হয়ে পরবর্তী পর্বে খেলবে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সবশেষ আসরে ক্রিকেট ছিল না। ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসের সেমিফাইনালে বৃষ্টির কারণে কপাল পুড়েছিল বাংলাদেশের। ফাইনালে বৃষ্টির বাধা পড়লে টসে নিস্পত্তি হয় মেডেলের। সেখানে টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে রৌপ্যতে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডেও রৌপ্য জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status