বাংলারজমিন
কাশিমপুর কারাগারের কারারক্ষীর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারগাজীপুরের জয়দেবপুর থানার সাত বছর আগের মাদকের মামলায় মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আজিজার রহমানকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোসাম্মাৎ রেহেনা আক্তারের আদালতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আজিজার রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার পোড়ানগরীর ছয় ঘড়িয়া গ্রামের মো. নবাব আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদা ইয়াসমিন জানান, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জানা যায়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে কারা চত্বরের ভেতরে কারারক্ষী আজিজার সঙ্গে ৬০০ পিস ইয়াবা রয়েছে, পরে কর্তৃপক্ষ দেহ তল্লাশি করে তার সত্যতা মিলে।