বাংলারজমিন
খুলনায় তরুণীকে গণধর্ষণ, থানায় মামলা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারখুলনা মহানগরীর দৌলতপুরে এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ই সেপ্টেম্বর ১৫ জন দুর্বৃত্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরও ১৫ জনের নামে মামলা করেছেন ভুক্তভোগী। এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ভুক্তভোগী নগরীর দৌলতপুরের কেশবলাল সড়কের বাসিন্দা।
তার ভাড়া বাড়িতে ৫দিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও আতঙ্কে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্রহণ করা হয়। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের কঠোর অভিযান চলছে।