ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মসিকের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা

স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারmzamin

স্থানীয় সরকার দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরভবন থেকে একটি র‌্যালি শুরু হয়ে কাচারি মোড় প্রদক্ষিণ করে। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী। এ সময় তিনি বলেন, জনগণকে অধিকতর সেবা প্রদানে মাননীয় মেয়রের নেতৃত্বে কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নিয়ে টিম ওয়ার্ককে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান। জনপ্রতিনিধিগণ এখানে জনগণের উন্নয়নের ম্যান্ডেট নিয়ে আসেন। 

সিটি করপোরেশনের কার্যক্রমে তাই জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে বিভিন্ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ময়মনসিংহ সিটি করপোরেশন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ৫ম স্থান অধিকার করেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে আরও তদারকি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সহযোগিতা ছাড়া সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। মাননীয় মেয়র এর নেতৃত্বে ময়মনসিংহ সিটি করপোরেশন জনগণের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সঙ্গে থেকে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে। এ অনুষ্ঠানে প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার সহ অন্য কাউন্সিলরবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এসএম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক সহ ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status